
Jagadbandhu Institution
Saraswati Pujo
Fri, 23 Jan
|Kolkata
পুজোর আমন্ত্রণ পত্র পুজোর আমন্ত্রণ পত্রেও দীর্ঘ তিন দশক ধরেই আমাদের স্কুলের এক পরম্পরা তৈরি হয়ে রয়েছে। ছাত্ররা কার্ডের জন্য মনের মাধুরী আর কল্পনা মিশিয়ে দেবী মূর্তী কল্পনা করে আঁকে। আবার আরেক দল ছাত্র কার্ডের বার্তা নানান ভঙ্গীতে লিখতে থাকে। এই কার্ডের আঁকা আর লেখাই আমাদের স্কুলে সরস্বতীর বোধন।


Time & Location
23 Jan 2026, 5:00 am – 7:00 pm
Kolkata, 25, Fern Rd, Golpark, Fern Place, Gariahat, Kolkata, West Bengal 700019, India
About the event
সরস্বতী পুজো
শিক্ষাসত্র আর সরস্বতী পুজো একে অন্যের পরিপূরক। আর আমাদের জগদ্বন্ধু ইনসটিটিউশনের পুজো, পুজোর সার্বিকতা বজায় রেখেও যেন এক উৎসবের আবহ। ছাত্রদের দীর্ঘ মাস খানেকের নান্দনিক পরিশ্রমের এক সার্থক রূপের বহিঃপ্রকাশ। স্কুল-অঙ্গনের কাছে এলেই, অঙ্গন সজ্জার উষ্ণতায় আপন অজান্তেই স্কুলের ভেতরে চলে আসতে হয়। এভাবেই দীর্ঘ তিন দশক সেরা সরস্বতী বা সেরার সেরা শিরোপা পেয়ে এসেছি আমরা জগদ্বন্ধু ইনসটিটিউশন। কেবলমাত্র পার্লে-জি প্রতিষ্ঠানের থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার সহ অন্তত গোটা দশেক স্বান্ত্বনা জ্ঞাপক স্মারক স্কুলের সংরক্ষণে আছে।
পুজোর আমন্ত্রণ পত্র
পুজোর আমন্ত্রণ পত্রেও দীর্ঘ তিন দশক ধরেই আমাদের স্কুলের এক পরম্পরা তৈরি হয়ে রয়েছে। ছাত্ররা কার্ডের জন্য মনের মাধুরী আর কল্পনা মিশিয়ে দেবী মূর্তী কল্পনা করে আঁকে। আবার আরেক দল ছাত্র কার্ডের বার্তা নানান ভঙ্গীতে লিখতে থাকে। এই কার্ডের আঁকা আর লেখাই আমাদের স্কুলে সরস্বতীর বোধন। এ এক প্রতিযোগিতার অন্ত-সলিলার স্রোত ছাত্রদের মনের মাঝে প্রবাহমান হতে থাকে। তারপরই নির্বাচিত আঁকা ও লেখা ছাপিয়ে আসে অতিথি ছাত্র শিক্ষক সক্কলের জন্যই।…